বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি হোমিও চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সমাজের অসহায় ও সাধারণ মানুষের জন্য সাপ্তাহিক এই উদ্যোগকে একটি মানবিক দায়িত্ব হিসেবে দেখছেন আয়োজকরা।
প্রতিসপ্তাহের শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বোচাগঞ্জ উপজেলা জামায়াত অফিসে এ সেবা চালু থাকবে। এখানে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টায় সেতাবগঞ্জ জামায়াত অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমির মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী, দিনাজপুর জেলা উলামা বিভাগের সেক্রেটারি ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব একে এম আফজালুল আনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের অফিস সম্পাদক শহিদুল ইসলাম (খোকন), জেলা ইউনিট সদস্য ও সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মাওলানা আবু তাহের সিদ্দিকী, এবং বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল হক।
বক্তারা বলেন এই সেবা কার্যক্রম সমাজের প্রান্তিক জনগণের জন্য অত্যন্ত উপযোগী। চিকিৎসার অভাবে যারা সঠিক সময় সেবা পান না, তাদের জন্য এই উদ্যোগ হতে পারে বাস্তবিক উপকারের একটি মাধ্যম।
তাঁরা আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় জনসাধারণ এমন একটি মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply