মীর হোসেন মোল্লাঃ রাজধানীর পল্লবী থানাধীন শহীদ বাগ স্কুলের পিছনে রিকশার গ্যারেজে, ব্লক-ডি, সেকশন-১২, ঢাকা-১২১৬ এলাকায় বিকেল অনুমান ৪টার সময় চাঁদাবাজরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পহেলা আগস্ট বিকেল অনুমান ৪টার সময় রিকশার গ্যারেজ দখলকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে বল স্থানীয় সূত্র জানিয়েছেন।
জানা যায়, বিকেল প্রায় ৪ ঘটিকার সময় রিকশার গ্যারেজ দখলকে কেন্দ্র করে পল্লবী থানাধীন শহীদ বাগ স্কুলের পিছনে রিকশার গ্যারেজের সামনে দেশীয় অস্ত্র নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী মহড়া দেয়ার পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ১২ নাম্বার সেকশনের ডি ব্লকের স্কুল ক্যাম্পের মোঃ সানি (৩০) নামক এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, শহীদবাগ স্কুলের পিছনে রিকশার গ্যারেজ দখল দারিত্ব নিয়ে সলিম, বোরহান ও মনির উক্ত ককটেল বোমা বিস্ফোরণ ঘটনা ঘটিয়েছে। পাঠক বিস্তারিত নিয়ে আসছে আরেক প্রতিবেদন।
Leave a Reply