মো: কবির হোসেন/ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার মোধ্য বর্তি সাংকিভাংগা গ্রাম মুখি একমাত্র রাস্তা যেটি দির্ঘ ১২-১৫ বছর কিম্বা তারও অধিক দিন যাবত অকেজো হয়ে পরে আছে, গত অর্থ বছরে যা প্রকল্প ধরালে গাইবান্ধার এক ঠিকাদার কাজটি পায় বলে শোনা যাচ্ছে,,এর পর এটাও শোনা যাচ্ছে স্থানীয় এক টিকাদার কে সাব চুক্তিতে কাজ দিয়েছে, কিন্তু দির্ঘ সময় অতিবাহিত হওয়ায় কাজের কোনো সরংজাম অথবা ইট পাথর বা বালি কোনো অগ্রগতি না দেখায় এখন জন মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে, কাজ কি আদও হবে,,,? এবেপারে স্থানীয় জন প্রতিনধি ইউ পি মেম্বার জনাব মো: মওলা মেম্বার এর কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয় টিকাদারের কাছে কাজ হস্তান্তর করা হয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে ঈদের পরেই কাজ শুরুর কথা থাকলেও কেনো কাজ এখনো শুরু হচ্ছে না এটা নিয়ে তিনিও ধোয়াসার মোধ্য রয়েছেন, তারা সকলে এখন ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংস্লিষ্ট এই কাজের সকল ব্যাক্তিদের দিকে তাকিয়ে আছে এলাকার লোকজন এ বিষয়ে জেলা প্রশাষকের হস্তক্ষেপ কামনা করছেন,,
Leave a Reply