ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির
পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি,,
প্রথম মা হওয়ার এবং সন্তানকে প্রথম কোলে নেওয়ার অনুভূতি।
এই অনুভূতি গুলো আমি তোর কাছে প্রথম পেয়েছি বাবা। তুই আমার জীবনের প্রথম সেরা উপহার। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি আল্লাহ যেন তোকে সবসময় ভালো রাখেন সুস্থ্য রাখেন।
মাতৃত্বের অনুভূতি একটি সম্পুর্ন আলাদা অনুভূতি এবং এই অনুভূতি প্রত্যেকটি মা জাতি কে অন্যরকম এক আনন্দ দেয়।
“রাফি বাবুর শুভ জন্মদিন”
১৪/৬/২৫
দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেলি!!!
আজকে তোর ১২তম জন্মদিন।এই ভাবে এত তারাতাড়ি ১২বছর হয়ে গেল বুজতেই পারলাম না।আমার কাছে তুই সেই ছোট্ট বাবাটাই আসিছ।দোয়া করি জীবনে ভালো মানুষ হও।
অনেক অনেক শুভকামনা ও অবিরাম ভালোবাসা আমার বাবা এর জন্য।
শুভ জন্মদিন রাফি বাবা।
Leave a Reply