💊ঔষুধ প্রতিনিধিদের কথা💉
এস এম মনিরুজ্জামান আকাশ
খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয়, হালিমপুর বাজার,
মায়ের আঁচল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার,পাবনা।
ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা
রোজ আমার ফার্মেসীতে আসে-
সুন্দর করে বলিনা যে কথা আমি
ভ্রমেও কখনো তাদের সাথে!
কথা শুরু করে মিষ্টি হেসে
ব্যবসায়িক বিভিন্ন অফার করে-
আত্মপ্ররোচনায় মন বিচ্ছিন্ন হয়
পলিসি খুঁজে তাদের থেকে দুরে!
তারাও মানুষ আমার মতই
আছে তাদেরও আত্মসম্মান বোধ-
তাদের প্রাপ্য সম্মান টুকু হীন্যমনে
বদ মেজাজে করি অবরোধ,
চায় তারাও সৎপরিশ্রমে বাঁচতে
চায় একটু আত্মসম্মান ভালোবাসা-
নিগ্রহন নয় তাদের প্রাপ্য আকাংখা
কামনা যে তাদের সহযোগীতায় ব্যবসা।
ভাবি! আমার বোধের উদয় হোক
করি যেন তাদের কিঞ্চিত সম্মান-
তারাও প্রতিষ্ঠিত হোক এ সমাজে
পরিশ্রমের ছোঁয়ায় বারুক দ্বীপ্ত অবস্থান,
হোক তারা প্রস্ফুটিত শ্রমে বাংলায়
সেবা ও পরিশ্রম হোক তাদের মুলধন-
অস্তিত্ব রক্ষায় তাদের সম্মান করে
হও তুমি দ্বীপ্তিমান ওরে স্বার্থপর মন……
(তথ্যসুত্র:কবি মানিক মজুমদার সম্পাদিত ও বাংলাদেশ কবিতা সংসদ পরিবেশিত, যৌথকাব্য গ্রন্থ”প্রেমাঞ্জলী”
পৃষ্ঠা নং ১২৭-এ মুদ্রিত।
(মেসার্স কবি ফার্মেসী,হালিমপুর/হিড়িন্দা বাজার- এ রচিত)
Leave a Reply