কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটবাহী ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের গাজী পেট্রল পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া কারিগর পাড়ার শরিফুল ইসলামের ছেলে সবুজ (২৪)।
জানা যায়, সোমবার বেলা ১২ টার দিকে মোটরসাইকেল চালক সবুজ কুষ্টিয়ার দিকে যাবার পথে গাজী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী ইটবাহী ট্রাকটরের চাকার নিচে মোটরসাইকেল সহ ঢুকে গিয়ে পিষ্ট হয়। ট্রাকটর চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে গেলে স্থানীয়রা মোটরসাইকেল চালক সবুজকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে মরদেহ হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নেন এবং ঘাতক ট্রাক্টর আটক করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মরদেহ ও ট্রাক্টর হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবেন।
Leave a Reply