মেহেদী হাসান জিহাদ: জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ০৭ (সাত) জন সক্রিয় সদস্য গ্রেফতার তাদের হেফাজত হইতে ০২ (দুই) টি চোরাই ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার।
১৫-০৫-২০২৫ খ্রি. বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাহেবের দিক নির্দেশনায় এসআই মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি এলাকাস্থ হোটেল মাহাথীর এর সামনে হইতে আসামী ১। মোঃ সোহেল রানা (৩৭), পিতা-মৃত মোকলেছুর রহমান,সাং-মহাজনপুর দক্ষিণপাড়া, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর, এ/পি-সাং-গোদারপাড়া (উত্তর), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, ২। মোঃ শাওন (২৮), পিতা-আজাদুল, মাতা-মোছা সাজেদা বেগম, সাং-হলিদাবগা, থানা-সোনাতলা, জেলা-বগুড়া, ও ৩। মোঃ হারুন মিয়া (৪৭), পিতা মৃত নুরুল হোসেন, মাতা মোছাঃ মইফুল বেওয়া, সাং-চন্দিয়া হানিফপাড়া,থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধাগণকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাহাদের নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণের দেওয়া তথ্য মোতাবেক ১৫/০৫/২০২৫ খ্রি. রাত্রী ০০.৩০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজারস্থ মেসার্স শাহিন অটো এন্ড ব্যাটারি হাউজ এর স্বত্ত্বাধীকারী মোঃ হাবিবুর রহমানশাহীন এর দোকান ঘর হইতে আসামী ৪। মোঃ হাবিবুর রহমানশাহীন(৫০), পিতা-মৃত আব্দুল কাফি প্রধান, মাতা-মোছাঃ সামছুনাহার শেফালী, সাং ঘোড়াবান্ধা, থানাঃ পলাশবাড়ী, জেলাঃ গাইবান্ধা, ৫। মোঃ মজিদ মিয়া হাওলাদার (৪৫), পিতা-মৃত বক্তার, মাতা-মোছাঃ মমিনা বেওয়া, সাং চন্দিয়া ভবানীগঞ্জ, থানাঃ ফুলছড়ি, জেলাঃ গাইবান্ধা, ৬।মোঃ মমিন হাওলাদার(২৯), পিতা-মৃত বক্তার, মাতা-মোছাঃ মমিনা বেওয়া, সাং চন্দিয়া ভবানীগঞ্জ, থানাঃ ফুলছড়ি, জেলাঃ গাইবান্ধা, এ/পি-শ্বশুর মোঃ আঃ সালাম, সাং দক্ষিণ ধানগড়া শাপলা সেল, থানাঃ গাইবান্ধা সদর, জেলাঃ গাইবান্ধা ও ৭। মোঃ সনজু মিয়া(৩০), পিতা-মৃত আঃ জলিল, মাতা-মোছাঃ মমেনা বেগম, সাং-ঘোড়াবান্ধা,থানাঃ পলাশবাড়ী, জেলাঃ গাইবান্ধাগণদেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে ০২(দুই) টি চোরাই ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত বগুড়া জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকা হইতে ব্যটারী চালিত অটোরিক্সা চুরি করিয়া ক্রয় বিক্রয় করিয়া আসিতেছিল।
প্রকাশ থাকে যে, ধৃত ১নং আসামী মোঃ সোহেল রানা (৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে দস্যুতা মামলা ০৩ টি ও ধৃত ০২নং আসামী মোঃ শাওন (২৮), এর বিরুদ্ধে ইতিপূর্বে দস্যুতা, চুরি, নারী নির্যাতন মামলাসহ ০৬ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
উল্লেখ্য যে, ধৃত আসামীগণের বিরুদ্ধে সগুড়া সদর থানায় চুরি মামলা রুজু হইয়াছে।
Leave a Reply