এস এম মনিরুজ্জামান আকাশ
হোক না গাজা,হোক না কাশ্মির কিংবা রাখাইন-
শোধাতে হবে যে রক্ত দিয়ে আসছে সামনে দিন,
দেশ ও দশের অবস্থা নয়তো আজ দেখার মত-
স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে নিমজ্জিত!
কেউ চলছে বুক ফুলিয়ে দরাজ গলায় উচ্চস্বরে-
ভীতির পরিবেশে কারো বয়ে যাচ্ছে সময় জ্বরে,
ন্যায় কথা যদিও এখন বলতে পারেনা যে লোকে-
মবের রাজ্যে সকলেই দর্শক নিরব নিশ্চুপ শোকে!
বলতে যদি চাও তুমি মন; হবে তুমি মবের শিকার-
পাবেনা তুমি পাশে কাউকে হয়ে যাবে তুমি শাবার,
তুমি কে, কি ও কেমন তুমি,বক্তব্য কি ভাব বয়ানে-
কোন কিছুই দেখবেনা-বুঝবেনা কেউ কোন খানে।
দেখবে শুনবে বলবেনা কারো কাছে কোন কথা-
তুমি একজন শান্তি প্রিয় লোকে বলবে যথাতথা,
বিবেক বোধ দেশপ্রেম এখন সবই ক্ষমতাসীনদের-
ভালো থাকতে চাও যদি তুমি কথা বলবেনা ঢের।
নেইতো আজ বাক স্বাধীনতা বাচনে কন্ঠস্বরে-
করো যদি কোন প্রতিবাদ যাবে সেখানেই মরে,
ভেতরে ভেতরে প্রতিবাদে দেশপ্রেম বুকে অগাধ-
সমসাময়িক প্রেক্ষাপটে যে ভুলে গেছি প্রতিবাদ…
(তারিখঃ তেরোই মে ২০২৫ ঈশায়ী, মঙ্গলবার,
মককক, চলনবিল পাবনা)
Leave a Reply