মেহেদী হাসান জিহাদ/বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের সিএনজির ধাক্কায় শাকিল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। জানা যায়, সোমবার ১২ই মে রাত ৯ টার দিকে সদরের কোমরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শাকিল সদরের উত্তর সাতশিমুলিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
তিনি রাতে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে যায় ঘটনাস্থলে কিছু লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ি র সহকারী উপ-পরিদর্শক লালন জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply