কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরউদ্দিন ও সাবেক সভাপতি ফারুক আজম হান্নানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সচেতন মহল।
সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে এডহক কমিটি ও এলাকাবাসীর আয়োজনে হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এডহক কমিটির আহ্বায়ক জিলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তাহমিনা আলম, মুন্সি মুকিবুল হাসান, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply