কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে ‘ডেভিল হান্ট’ অপারেশনে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানকে আটক করেছেন থানা পুলিশ। শনিবার বাগুলাট নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং রোববার আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়। ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা কে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, সারা বাংলাদেশের ন্যায় কুমারখালীতে ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply