মেহেদী হাসান জিহাদ: বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সকল প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পদের প্রার্থীরা। বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, আগামী নির্বাচনে যেন অতিরিক্ত অর্থব্যয়ের প্রবণতা না থাকে সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর নজর রাখতে হবে। একইসঙ্গে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন পরিচালনা কমিটিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তারা।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ—অ্যাডঃ সিরাজুল ইসলাম, অ্যাডঃ আব্দুল হান্নান মাসুদ, অ্যাডঃ মোছাঃ সুফিয়া বেগম কহিনুর, অ্যাডঃ মোঃ সেলিম রেজা, অ্যাডঃ আবুল হায়াত মোস্তফা কামাল পরাগ, অ্যাডঃ মোঃ হারুনুর রশিদ, অ্যাডঃ মোঃ রেজানুল ইসলাম রেজা, অ্যাডঃ আরাফাত খাতুনে জান্নাত নীলা, অ্যাডঃ মাসফিকুর রহমান তালুকদার রুবেল এবং অ্যাডঃ মোঃ শাফিকুর রহমান প্রমুখ।
সভা শেষে সকলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply