কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।বুধবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের আয়োজন ও উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প মেলা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ বাস্তবায়নে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহকারী সচিব মো. ইব্রাহীম মিয়াজী, বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার মো. ফরিদ আহমেদ, বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply