বিশ্বজিৎ চন্দ্র সরকার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোপালপুর বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে গোপালগঞ্জ টুৃ্ঙ্গীপাড়ার গোপালপুর বাজারের বাইন মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে দখলকৃত ৫টি দোকান ঘর ভেঙে গুড়িয়ে দেয় ভ্রম্যমান অদালত।উক্ত ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সি বলেন গোপালপুর বাজারের বাইন মার্কেটে সরকারি তিন দশমিক ৩১ শতাংশ জমি দখল করে এলাকার ৫ ব্যাক্তি মিলে প্রভাব খাটিয়ে দোকান ঘর তৈরী করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত সময়ে বিভিন্ন মাধ্যমে নিউজ ও প্রকাশিত হয়েছে এ বিষয়ে।তাদের বার বার নোটিশ দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা সরিয়ে নেননি।তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আনুমানিক প্রায় ২ লহ্ম ৩৯ হাজার ৪৩১ টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
Leave a Reply