কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৬টা ৫ মিনিটের দিকে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের পৈন্নারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১। মোছাঃ দিলরুবা (৪২), পিতা-মৃত ফিরোজ মিয়া, স্বামী-বেলায়েত হোসেন বেনু, স্থায়ী ঠিকানা অলুয়া গ্রাম, কালীগঞ্জ; বর্তমানে পৈন্নারটেক এলাকায় বসবাস করেন।
২। মোছাঃ শবনাম বেগম (৪৮), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মোসাঃ জরিনা বেগম, স্বামী-মৃত কালিম লস্কর, স্থায়ী ঠিকানা মুন্সিপাড়া (মসজিদ রোড), গাজীপুর সদর জিএমপি; বর্তমানে ভুরুলিয়া (মাঝিরখোলা) এলাকায় বসবাস করেন।
এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাসেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১৬, তারিখ-০৮/০৯/২০২৫) দায়ের করেছেন। মামলাটির তদন্ত করছেন থানার এসআই সেলিম শেখ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত দুই নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
Leave a Reply