মু. আজিজ/ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অন্তর্গত নারায়ণহাট এলাকায় একই রাতে তিনটি সিএনজি চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) গভীর রাতে। চোরের দল ৯ নং ওয়ার্ডের গেরেজ পার্কিং এলাকা—জেবল সাওদাগর বাড়ি, মির্জারহাট হাই স্কুলের দক্ষিণ পাশে একটি বাড়ির উঠান থেকে সিএনজিগুলো চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—
মু. নাছির (৩৯), পিতা মৃত আবুল কাসেম। এটি ছিল তার নতুন গাড়ি। তিনি দীর্ঘ ১৯ বছর ধরে সিএনজি চালিয়ে সংসার চালাচ্ছেন।
দ্বিতীয় গাড়ির মালিক আব্দুল হালিম (প্রকাশ তসলিম), বয়স ৪৪, পিতা মৃত আমিনুল হক।
চালক মু. সুমন (২৪), পিতা মৃত মু. আবুল হোসেন।
তৃতীয় সিএনজিটি চোরেরা আধা পথ নিয়ে যাওয়ার পর ফেলে রেখে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই উঠানে চারটি সিএনজি পার্ক করে রাখা হয়, প্রতিটি গাড়ির জন্য ৩০০ টাকা করে পার্কিং ভাড়া দিতে হয়। ভুক্তভোগীদের মধ্যে যার সিএনজি চোরেরা আধা পথে ফেলে রেখে গেছে, তার বসবাসও একই বাড়িতে।
ফলে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে—যখন গাড়ির মালিক নিজেই ওই বাড়িতে রাতযাপন করেছেন, তখন কিভাবে উঠান থেকে একসাথে তিনটি সিএনজি চুরি হলো এবং কেন তার সিএনজিটি চোরেরা অর্ধেক পথ নিয়ে গিয়ে ফেলে রেখে গেল?
এ ঘটনায় পুরো মির্জারহাট এলাকায় উত্তেজনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, যেসব বাড়িতে গাড়ি পার্কিং করা হয়, সেই বাড়ির মালিকদেরও চুরি হওয়া গাড়ির প্রতিফলন দেওয়ার দায়িত্ব নিতে হবে।
ঘটনার পর ভুক্তভোগীরা বাদী হয়ে ভূজপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই ভূজপুর থানার এসআই খালেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের আশ্বস্ত করেন যে দ্রুততম সময়ের মধ্যে এর ফল পাওয়া যাবে।
Leave a Reply