কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ মহাসড়কে রাত্রিকালীন ডিউটির সময় শুক্রবার দিবাগত রাত চারটায়
গোপন সংবাদের ভিত্তিতে এএস আই নিমাই চন্দ্র দাস,ও এসআই লিটন চাকমা সংগীয় ফোর্সসহ ঢাকা- চট্রগ্রাম মহসড়কের ঘোলপাশার আমান গন্ডা এলাকায় পৌছে। এ সময় ঢাকামুখী লেনে ধারালো অস্ত্র হাতে উচিয়ে ৫ জন ডাকাত যানবাহনে ডাকাতির উদ্যোশ্যে ভয়ভীতি প্রদর্শন করছিল। ডাকাত দলের পাশে একটি সিএনজি দাড়ানো ছিল। পুলিশের উপস্থিতি টেরপেয়ে ডাকাতরা সিএনজি নিয়ে চৌদ্দগ্রাম পৌর এলাকার সোনাকটিয়া গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাত কে আটক করেছে। এ সময় গ্রামবাসীরা সিএনজিসহ আরো এক ডাকাতকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।ধৃত ডাকাতরা হচ্ছে, কুমিল্লা সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের জুলফু মিয়ার ছেলে মোঃ শরিফ (২৮), কুমিল্লার লালমাই থানার বাগমারা গ্রামের রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন (২৭) ও একই থানার পুর্ব অশোকতলা গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে মোঃ সৈকত (২৫)।
ডাকাতদের কবল থেকে ১ টি কুড়াল,২ টি লোহার পাইপ,১ টি খাঁজকাটা লোহার গোলাকৃতি অংশ, ১ টি কাঠের বাটযুক্ত চুরিসহ রেজিস্ট্রেশন বিহীন ১ টি সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান ধৃত ডাকাত দেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply