জেলা প্রতিনিধি বান্দরবান ঃ বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইয়াংছা বধুরঝিরি এলাকায় অসহায় এক বিধবা ইসলাম খাতু(৬৭) নামের এক বৃদ্ধার ৪০ বছরের বসতবাড়ী ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে ফাঁসিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা নামের এক বিএনপি’র সহযোগী সংগঠনের নেতা। এসময় এই নেতার নেতৃত্বে তার সহযোগী ছিলো আরো ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী।
ঘটনাটি ঘটে গত ১২ এপ্রিল রোজ শনিবার লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইয়াংছা বধুঝিরি এলাকায় দুপুর ২টা ৩০ ঘটিকার সময়।
ক্ষতিগ্রস্ত অসহায় ইসলাম খাতুন(৬৭) জানান, আমার স্বামী মোহাম্মদ হোসেন এর নামিয় ২৮৪ নং ইয়াংছা মৌজার আর হোল্ডিং/ ৪১১ এর ৫(পাঁচ) একর জায়গা রয়েছে। এ জায়গায় দীর্ঘ ৩০/ ৪০ বছর ধরে ভোগ দখলে থেকে স্বপরিবারে বসবাস করে আসিতিছি। এ বসত ভিটায় আমার ৮ সন্তানের জন্ম। তার সবাই এখন সাবালক। আমার দীর্ঘ বছরের ভোগ দখলিয় বসত ভিটায় ঢুকে ভাড়াটিয়া ও বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে সোহেল রানা ও আজিজুর রহমানের নেতৃত্বে আমার ঘরবাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে গুড়িয়ে দেয়।
ইসলাম খাতুন(৬৭) এ সময় আরো বলেন,ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পাড়ার সেলিম রেজার পুত্র সোহেল রানার(৩৬) নেতৃত্বে আমার বসতঘরে হামলা চালানো হয়েছে। এ সময় তার সহযোগী হিসাবে যে সকল সন্ত্রাসী আমার বসতভিটায় হামলা চালায় তারা হলো- (২)আজিজুর রহমান(২৬)পিতা- জয়নাল উদ্দিন, সাং- আনোয়ার হোসেন পাড়া, ২নং ওয়ার্ড আলীকদম সদর ইউনিয়ন, আলীকদম উপজেলা, (৩) নুর মোহাম্মদ(৩৫) পিতা- হামিদ হোসেন সাং বদুঝিরি ৭ নং ওয়ার্ড, সে একজন রোহিঙ্গা নাগরিক, (৪) রিয়াজ উদ্দিন(৪২)পিতা- নজির আহম্মদ ও (৫) লিয়াকত আলী(৩৭) সর্ব সাং বদুঝিরি, ৭ নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়নসহ অজ্ঞাত আরো ১০ জন সন্ত্রাসী।
এ দিকে ইসলাম খাতুর ছেলে নাছির বলেন, পূর্বের একটি মামলায় রেশ ধরে(যার মামলা নং ৫০/ ২০২৫) ক্ষতি সাধনের লক্ষে সোহেল রানার নেতৃত্বে ১৩ থেকে ১৪ জন সন্ত্রাসী নিয়ে এসে আমাদের বসত বাড়ীতে হামলা চালায়। এ সময় আমার বৃদ্ধ মাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে প্রথমে ঘরের ঢুকে ঘরের আসবাব পত্র ও জিনিস পত্র ভাংচুর করে। পরে খন্তি দিয়ে কুপিয়ে মাটির ঘরের দেয়াল ভেঙ্গে দিয়ে আমাদের গোদাম মাটির তৈরি ঘরটি গুড়িয়ে দেয়। এ ঘটনায় পরিবারের সবাই জীবনের নিরাপত্তায় ভূগছি। তারা পূঃনরায় যে কোন সময় আমাদের উপর হামলা চালাতে পারে বিধায় প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
Leave a Reply