1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

স্পর্শে তুমি

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার

💚স্পর্শে তুমি 💚

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর,পাবনা।

(সুত্রঃ যার স্পর্শ-ভালোবাসা পাবার আকাংখা জাগে
এ কবি মনে তার প্রতি-উৎসর্গীত)

 

প্রেম যাদুর কাঠিতে স্পর্শিত হয়ে-
অবস্হান করে মানব হৃদয়ের মাঝে,
ব্যস্ত হৃদয় আরো ব্যস্ত হয় প্রেমে-
ভাবে বিস্তৃতি ঘটাতে ভব সমাজে ।

প্রত্যাশা কম করে হলেও আছে-
সবারই হৃদয়ের কোণে কম বেশি,
চায় ভালোবাসা প্রতিনিয়ত প্রেমিক-
যে প্রেমে বাঁচতে চায় কর্মে দিবানিশি ।

কম বেশি না ভেবে ভালোবাসতে-
হবে মানবাত্মায় দরাজ দিলে,
থাকবে আস্হা অনুভবে ভালোবাসায়-
যদি মুক্ত বিশ্বাসে ভালোবাসা মেলে!

শরীরের সাথে মিশালে শরীর-
হয়না ভালোবাসা দ্বীপ্ততর জগতে,
সম্ভাবনাহীনতা দোলে ভালোবাসা যে-
একে অপরের হৃদয়ের গ্রহনযোগ্য অমতে।

গড়তে চাই পৃথিবীতে মুক্ত প্রেম নীড়-
পল্লবীত করে গিরিগুহা মরুভূমি,
গড়া সম্ভব অসম্ভবের চাবিকাঠি-
তুমি,সুশোভিত পৃথিবীতে থাকো স্পর্শে তুমি……

(তারিখ:২০শে এপ্রিল ২০০৭ ঈশায়ী,
দুপুর-২:৪০__৩:১৫ভিয়েলা টেক্স স্পিনিং মিলস, টেপির বাড়ী <পশ্চিম পাড়া>, মাওনা, শ্রীপুর, গাজীপুর )

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews