এস এম এম আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ফৈলজানা ইউনিয়ন শাখা চাটমোহর পাবনার উদ্যোগে সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০শ মার্চ২০২৫) বিকেল চার ঘটিকার সময় শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ে।
অনলাইনে হোয়াটস অ্যাপ যুক্ত হয়ে বক্তব্য রাখেন জনাব নাজমুল হাসান (সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, পাবনা)
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সাইদুর রশিদ খান পিন্টু (সিনিয়র সহ-সভাপতি, বিসিডিএস, পাবনা জেলা শাখা)
আলহাজ্ব তারেক ইবনে আনসার (সহ-সভাপতি, বিসিডিএস, পাবনা জেলা শাখা)
মোঃ রাজু ইসলাম ওলী (পরিচালক, বিসিডিএস, পাবনা জেলা শাখা),মোঃ আব্দুল কুদ্দুস মালিথা
(পরিচালক, বিসিডিএস, পাবনা জেলা শাখা), আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম (অর্থ-দপ্তর সম্পাদক, বিসিডিএস, চাটমোহর উপজেলা শাখা), সাংবাদিক মোঃ হেলালুর রহমান জুয়েল (সাংগঠনিক সম্পাদক, বিসিডিএস, চাটমোহর উপজেলা শাখা)।
সমসাময়িক বিষয় নিয়ে কেমিস্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখেন কেমিস্ট প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ(আরএমপি), কেমিস্ট মোঃ আশরাফুল ইসলাম (আরএমপি),
বক্তারা ভেজাল নকল ঔষুধ বিক্রয় করা থেকে বিরত থাকবো। এমআরপি বাস্তবায়নের জন্য আন্তরিক ভাবে সদা সচেষ্ট থাকবো। গুনগত মানসম্মত ঔষধ প্রস্তুতকারী কোম্পানির ঔষধ বিক্রি ও ব্যবহার করবো। মানসম্মত ঔষধের বাইরে কোন ঔষধ রাখবোনা।
সমসাময়িক বিষয়, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কেমিস্ট সমাবেশ, ইফতার ও দোওয়া মাহফিল পরিচালনা করেন মোঃ মুনসুর উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক, বিসিডিএস, ফৈলজানা ইউনিয়ন শাখা, চাটমোহর, পাবনা)
Leave a Reply