একদিন কবর স্থানে
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
মৃত্যুর কথা করে স্মরণ-
একদিন হঠাৎ আনমনে,
গেলাম ছুটে কবর স্থানে-
ঝরাতে দু’ফোটা বারী নয়নে…
বসলাম ক’বন্ধু নিকটে তার-
পাশে ছিলো সুবিশাল মাঠ,
করলাম আলাপ আত্মার-
শেষ কৃত্যেও যা হয়না বিভ্রাট!
আত্মার ব্যকুলতায় আমরা-
হয়েছি সত্যিই পূর্ণ্যবান,
ধর্মের কথা শুনাবো আমরা-
আত্মোপলদ্ধিতে যা চির সুমহান!
“আত্মার মৃত্যু ও ক্ষয় নেই-
আবারও জানলাম সে শ্বাশত কথা,
নেকাত্মার ডাকে আমরা সাড়া দেই-
পাই জীবনে ভবে সফলতা!
কবরস্থান স্মৃতি মন্থর জীবনে-
ভাবতে হবে সর্বদা মৃত্যু সামনে,
হবেনা কোন পাপ আত্মার ভূবনে-
যদি দেখি আছি গোরস্থানে……”
Leave a Reply