এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়িংগাইল ছাত্র ও যুব সমাজ কর্তৃক আড়িংগাইল পুর্বপাড়া নূরানী জামে মসজিদে ইফতার ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয় রবিবার (১৬ই মার্চ ২০২৫ইং) পনেরতম রমজানে । আড়িংগাইল গ্রামের ছাত্র ও যুব সমাজের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে ইফতার ও দোওয়া মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়।ছাত্র ও যুব সমাজের আর্থিক তহবিলে কয়েকশত রোজাদারকে ইফতার করাতে পেরে উদ্যোক্তারা আয়োজকরা খুবই সন্তোষ্ট। মুরুব্বীরা ও সুশীল সমাজের ব্যক্তিরা খুবই সন্তোষ চিত্তে সকলের প্রচেষ্টায় অনেক প্রশংসা ও দোওয়া করেছেন । আয়োজকদের মধ্যে কথা হয় মোঃ হাসিবুল ইসলাম মানিক এর সাথে। তিনি বলেন, দোওয়া করবেন প্রতিবছর আপনাদের সবাইকে একসাথে নিয়ে ইফতার করার তৌফিক যেনো আল্লাহ তায়ালা আমাদেরকে দান করেন। আমরা কয়েকশত রোজাদারের ইফতারের ব্যবস্থা করতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছি এবং আগামীতে আরো বৃহৎ পরিসরে আয়োজন করার চিন্তা ভাবনা আছে। আমাদের ছাত্র ও যুব সমাজের সকল ভাই বন্ধুদের! আমরা তিলতিল করে অর্থ সঞ্চয় করে এই মহতী উদ্যোগ গ্রহন করতে চাই ভবিষ্যতেও।
ইফতার ও দোওয়া মাহফিল এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়ে নসিহত মুলক পরামর্শ বয়ান পেশ করেন। ইফতার মাহফিলে দোওয়া পরিচালনা করেন
মাওলানা মোঃ রবিউল করিম,
পেশ ইমাম- মল্লিক বাইন এতিমখানা ও মাদ্রাসা।
আয়োজন ও সার্বিক সহযোগিতায় আড়িংগাইল ছাত্র ও যুব সমাজের পক্ষে মোঃ হাসিবুল ইসলাম মানিক, আসিফ, নুরুল হক, মিঠন, হাসিনুর, নয়ন, আজিজুল, আমিরুল,জনি, রিপন, মনসুর, রাজু, আশরাফুল, ফিরোজ, নাঈম, হেলাল, শরিফ, ওবায়দুল্লাহ, ফাহিম, আমিন, সজীব, মামুন, মাহফুল, সাগরসহ আরো অনেকে।
Leave a Reply