মোঃ হাবিবুর রহমান/ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের “ওসমানীনগরে ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীর তীরে জেগে ওঠা চরের মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা” শিরোনামে জাতীয় দৈনিক ভোরের ডাক স্থানীয় পত্রিকা হলি সিলেট সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভীন এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদেরকে সতর্ক করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর বাজারের পুরাতন লঞ্চ ঘাট সংলগ্ন কুশিয়ারা নদীতে জেগে উঠা চরের স্থানে। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় একাধিক আইনশৃংখলা রক্ষাকারী লোকজন উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহনাজ পারভীন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন জেগে উঠা কুশিয়ারা নদীর চরের মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়ে স্থানীয় ফজলু মিয়া নামক একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে নদীর চর থেকে মাটি নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
Leave a Reply