1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

পাবনায় সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৮ বার

পাবনা জেলা সংবাদদাতাঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম শাহজাহান আলী মন্ডলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১লা মার্চ ২০২৫) বিভিন্ন মসজিদে দোওয়ার আয়োজন করা হয়।

ফৈলজানা ইউনিয়ন পরিষদের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন মরহুম শাহজাহান আলী মন্ডল। তিনি তার চাচা মরহুম রজব আলী রজাই মন্ডল (সাবেক প্রেসিডেন্ট, ফৈলজানা ইউনিয়ন পরিষদ) ও বড় ভাই মরহুম শাহাদাত হোসেন মাস্টারের কাছ থেকে রাজনীতির হাতে খড়ি নেন। তারপর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মরহুম আজাদ হোসেন এর সাথেও রাজনীতির মাঠে শ্রম দেন।
পরবর্তী কাল গ্রুপ ক্যাপ্টেন মরহুম সাইফুল আজম সুজা’র হাত ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফৈলজানা ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করেন সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করার পর থেকেই।
তিনি এমন একজন রাজনৈতিক কর্মী ছিলেন, কখনো কোন সাধারণ ভোটারকে দলীয় বলয়ে বিবেচনা করতেন না।

তিনি ফৈলজানা বিএনপির নেতা-কর্মীদের সুখে দুঃখে সব সময় আগলে রেখেছেন। হাঁটি হাঁটি পা পা করে একটি মডেল বিএনপি কমিটি গড়ে তুলেছিলেন ফৈলজানা ইউনিয়ন বিএনপিকে। তিনি বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকালে ফৈলজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের প্রার্থী হিসেবে আপন মামা শ্বশুর আওয়ামীলীগের প্রার্থী মরহুম আলহাজ্ব আজাদ হোসেনকে পরাজিত করে ১৯৯৮ সালে প্রথমবার বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
সুচারুভাবে দায়িত্ব পালনের সময় বর্ষীয়ান রাজনীতিবিদ প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম ওয়াজি উদ্দিন খান উদ্দিন কে সংসদ সদস্য রুপে পান ও বর্ষীয়ান রাজনীতিবিদের সহচর্যে থেকে মানুষের মন জয় করতে অভিজ্ঞ হয়ে ওঠেন।

তিনি ফৈলজানা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন এবং দ্বিতীয় বার আবারও ২০১১ সালে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি ২০১৬ সালের নির্বাচনে পরাজিত হলেও দলের নেতা-কর্মীদের ও সাধারণ জনগনের কাছে আমৃত্যুকাল পর্যন্ত একজন জনপ্রিয় জননন্দিত একজন চেয়ারম্যান, একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন, সম্মান পেয়েছেন আমৃত্যু অবধি। তিনি ২০১৯ সালে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় আইসিইউতে দীর্ঘ দিন চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের পহেলা মার্চ আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালের পথের মেহমান।

মৃত্যুকালে মরহুম শাহজাহান আলী মন্ডল দুই স্ত্রী দুই কন্যা ও তিনপুত্র সন্তান নাতি-নাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে যান। মরহুম শাহজাহান আলী মন্ডল সম্পর্কে কথা বলতে গেলে তার ভাগ্নে কবি-কলামিস্ট সাংবাদিক-গবেষক, পরিবেশ-মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, আমাদের ইউনিয়নের একজন ক্ষনজন্মা পুরুষ ছিলেন আমাদের সকলের প্রিয় একজন মানুষ মরহুম শাহজাহান আলী চেয়ারম্যান। যে কোন লোক যে কেউ যে কোন দলের অনুসারী হলেও অন্তত পক্ষে শাহজাহান আলী চেয়ারম্যান মামাকে একজন সদালাপী ও মিশুক আত্মভোলা লোক হিসেবে অবশ্যই স্বীকৃতি দিবেন। তিনি আরো বলেন, মরহুম শাহজাহান আলী মামা হলেন কামলা লেবার ক্ষেতে কাজ করা মানুষের নেতা ও চেয়ারম্যান। তিনি ফসলের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময়ও অপকটে যে কোন লোক, যে কোন দলের, মতের লোকের পাশে বসতেন। কথিত আছে আমার মামা কৈশোরে মহিষ গাড়ী চালাতেন বলেই তিনি সকল শ্রেণী-পেশার লোকের সাথে মেশায় পোক্ত ছিলেন ও সকলকে মন থেকে ভালো বাসতেন। প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ আরো বলেন, ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহজাহান আলী মন্ডলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনায় দোওয়া চাইছি সকলের কাছে। গভীর সমবেদনা জ্ঞাপন করছি পরিবারের সকলের প্রতি।
আপনারা সকলেই আমার মামার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া করবেন, মামার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মুসল্লীরা দোওয়া করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews