মীর হোসেন মোল্লাঃ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এবং নগর উদ্যানের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ২টি ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এ ম্যুরাল দুটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় বিপুল সংখ্যক আইনজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দিবাগত রাতে সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের বাড়ি ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরদিন দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক আবু রায়হান এবং সদস্য সচিব রাশেদুল হাসান ফেসবুকে পোস্ট দেন বুলডোজার অভিযানের মাধ্যমে কুমিল্লায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হবে।
সেই ঘোষণার পর বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার আদালত প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে তারা সরাসরি চলে যান না গরুর দানের সামনে। সেখানে গিয়ে গুঁড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
সেখান থেকে তারা পুনরায় আদালত প্রাঙ্গনে আসেন। তাদের সাথে কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা মহানগর শাখা নেতৃবৃন্দ। করে তারা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের রুমে তালা ঝুলিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, যুগ্ম আহবায়ক মো. তারেক মাহমুদ।
আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারি রুমে তালা ঝুলানোর প্রসঙ্গে আহবায়ক আবু রায়হান বলেন, বিগত দিনে তারা আদালতে শেখ হাসিনার মতই আচরণ করেছেন। আজকে যখন আমরা ম্যুরাল ভাঙতে এসেছি তারা আমাদের সাথে কোন ধরনের কোঅপারেট না করে পালিয়ে গিয়েছেন। তারা যেহেতু পালিয়ে গিয়েছেন তাদের আর ফিরে আসার দরকার নেই।
Leave a Reply