1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩০ জন আহত ফিলিস্তিনি মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও র‍্যালি যেসব শর্ত না মানলে নিয়োগ হবে না ওসি শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন উল্লাপাড়ায় জামায়েত কর্মীর হামলায় বিএনপি’র সাবেক সদস্য সচিব গুরুতর আহত সংস্কার এবং গণহত্যার বিচার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হতে পারে না : গোলাম পরওয়ার প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষে নির্বাচন দিন : মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইলের আগ্রাসানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। চান্দিনায় এসিল্যান্ডের সম্মুখে সাংবাদিক’কে হেনস্তার অভিযোগ, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চৌদ্দগ্রামে ৪দিনে উদ্ধার হয়নি স্কুল ছাত্রী- পুলিশ মামলা গ্রহণ করতে তালবাহানা

কুমিল্লার আদালত প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার

মীর হোসেন মোল্লাঃ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এবং নগর উদ্যানের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ২টি ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে এ ম্যুরাল দুটি গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় বিপুল সংখ্যক আইনজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দিবাগত  রাতে সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিনের বাড়ি ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়  ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরদিন দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক আবু রায়হান এবং সদস্য সচিব রাশেদুল হাসান ফেসবুকে পোস্ট দেন বুলডোজার অভিযানের মাধ্যমে কুমিল্লায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হবে।
সেই ঘোষণার পর বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার আদালত প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে তারা সরাসরি চলে যান না গরুর দানের সামনে। সেখানে গিয়ে গুঁড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

সেখান থেকে তারা পুনরায় আদালত প্রাঙ্গনে আসেন। তাদের সাথে কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটি কুমিল্লা মহানগর শাখা নেতৃবৃন্দ। করে তারা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের রুমে তালা ঝুলিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, মুখ্য সংগঠক মোস্তফা জিহান, যুগ্ম আহবায়ক মো. তারেক মাহমুদ।
আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারি রুমে তালা ঝুলানোর প্রসঙ্গে আহবায়ক আবু রায়হান বলেন, বিগত দিনে তারা আদালতে শেখ হাসিনার মতই আচরণ করেছেন। আজকে যখন আমরা ম্যুরাল ভাঙতে এসেছি তারা আমাদের সাথে কোন ধরনের কোঅপারেট না করে পালিয়ে গিয়েছেন। তারা যেহেতু পালিয়ে গিয়েছেন তাদের আর ফিরে আসার দরকার নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews