নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে চলতি পরিস্থিতিতে সে দেশের সেনাবাহিনীর মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে। আর তার জেরে ইসলামি চরমপন্থীদের মদতে সেখানে কোনও সামরিক অভ্যুত্থান ঘটে কি না তার দিকে নজর রাখছে ভারত। সূত্রের খবর, তিনি গত সপ্তাহে পাক সফরকারী পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন বলে খবর। অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি সেনারই একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টা করছেন। বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন বলে জানা যাচ্ছে।
অন্য দিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ়-জ়ামান। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও সম্প্রতি জানিয়েছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির ‘চমৎকার’ সামরিক সম্পর্ক রয়েছে। সে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনী এবং নেতৃত্বের গুরুত্ব এখন যথেষ্ট, তা জানে সাউথ ব্লক। তাই সতর্কতার সঙ্গেই বিষয়টির দিকে নজর রাখা হয়েছে। কূটনৈতিক মহলের খবর, এই মুহূর্তে দেশের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন সেনাপ্রধান। তিনি মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথেই হাঁটছেন, কিন্তু সেনার ভিতরে তাঁর বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছে।
Leave a Reply