1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা “আবারও আসিব ফিরে” কালীগঞ্জে বর্ণিল কর্মসূচির মাধ্যমে নববর্ষ ১৪৩২ বরণ করা হয় বৈশাখ উদযাপনে জামায়াতের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কালীগঞ্জে নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রা চাটমোহরে ভুট্টা ক্ষেতে মাদ্রাসা শিক্ষার্থীর বিবস্ত্র লাশ উদ্ধারঃ এলাকায় শোকের মাতম ডুমুরিয়া উপজেলার সকল কেন্দ্রর আশপাশে অবস্থিত পরিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামাগারে মিনারেল ওয়াটার বিতরণ ডুমুরিয়ায় ধর্ষন মামলার আসামি অজিয়ারকে পুলিশ গ্রেফতার করে যুবলীগের ছত্রছায়ায় শরিফ-তাবরেজের তাণ্ডবে রূপনগর অশান্ত, সেনা হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ ফিলিস্তিনি, প্রাণহানি ৫১ হাজার ছুঁই ছুঁই

ছাত্রলীগের তাণ্ডবে হাজার হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে : শামা ওবায়েদ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৫ বছর দেশে একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ১৫ বছরে ছাত্রলীগের তাণ্ডবের কারণে হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। লাস্ট শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। বুধবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় স্বৈরাচার শেখ হাসিনা দলীয়করণ করেছেন। সব জায়গায় তার দলীয় ও পরিবারের লোকদের ঢুকিয়ে রেখে গেছেন। ডিএনএ ও রক্ত পরীক্ষা করে আওয়ামী লীগের লোকদের চাকরি দেওয়া হতো। এজন্যই আমাদের ছাত্র-ছাত্রীরা বৈষম্যবিরোধী আন্দোলনে নেমেছিল। আর হাসিনার নির্দেশে সেই আন্দোলনে নামা বহু ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার ভাবতে কষ্ট হয় যে, আমার দেশের ছেলে-মেয়েদের বই তৈরি হয় অন্য দেশে। কারণ তখন নতজানু স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল।

তারা দেশের ছেলে-মেয়েদের গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। শুধু তাই নয়, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, ডক্টর ও রাজনীতিবিদসহ সবাইকে হাসিনার রোষানলে পড়তে হয়েছে। কেউ মুখ খুলতে পারে নাই। কথা বললে খুন, গুম ও নির্যাতন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির এই নেত্রী বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়তে হবে। আর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ভাই-বোনদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি শিক্ষিত করতে হয়, তাহলে দল-মতের ঊর্ধ্বে থেকে ছেলে-মেয়েদের শিক্ষকদের ভালো শিক্ষা দিতে হবে।

নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মো. জাহিদ হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মো. এনায়েত হোসেন, হাসান আশরাফ, কামরুল ইসলাম, মিরান হোসাইন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, বালাম হোসেন, ফরিদ হোসাইন, আমিনুল ইসলাম বিশু, মামুন চৌধুরী, উপজেলা শ্রমিক দলনেতা কালাম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলনেতা ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রাকিবুল ইসলাম রাজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews