1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২৫ মে ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর জন নিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ আদালতে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ৬ মাসের শিশুর গলায় লিচুর বিচি আটকে মর্মান্তিক মৃত্যু সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা লামায় চার দশকেও অসমাপ্ত গজালিয়া-ডিসিরোড হয়ে -আজিজনগর সড়ক বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা ডুমুরিয়ার গরু রাজা মানিক কে গোয়াল ঘর ভেঙে বের করতে হবে ছোটদের ছবি আঁকা নিয়ে প্রতিজ্ঞা, পাবনার বিশেষ আয়োজন বগুড়ায় ৪ কেজি গাজা সহ একজন গ্রেফতার রাজবাড়ী বসন্তপুর ইউপির মাঝে ঈদুল আযহা উপলক্ষে ১০কেজি ভিজিএফ চাউল বিতারণ মারাইংতং পাহাড়ে বৌদ্ধ মন্দিরের ভান্তে উঃ উইচারা’র বিরোদ্ধ সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার

মীর হোসেন মোল্লাঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিদিনই উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তাঁর সঙ্গে থাকা দেশীয় চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের বিভিন্ন রুটিন পরীক্ষা করছেন। রিপোর্টের ফলাফল দেখে তাঁকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই হাসপাতালে তাঁর চিকিৎসার ধরনের পরিবর্তনও আনা হয়েছে। প্রয়োজন অনুসারে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে আনা রান্না করা খাবার খাচ্ছেন বেগম খালেদা জিয়া। প্রতিদিন সকাল-দুপুর-বিকাল-সন্ধ্যায় এই খাবার হাসপাতালে নিয়ে আসেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল এসব তথ্য জানিয়ে লন্ডনে সাংবাদিকদের বলেন, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। বেগম খালেদা জিয়া তাঁর দুই ছেলের তিন কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে সার্বক্ষণিক সময় কাটাচ্ছেন। তিনি দীর্ঘদিন পর নাতনিদের পাশে পেয়ে মানসিকভাবে খুবই খুশি, উৎফুল্ল বোধ করছেন বলে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘অনেকটা বেটার’ আছেন। গতকাল দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বিশেষ করে মানসিক ও শারীরিক দিক দিয়ে আগের চাইতে অনেকটাই ভালো আছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে ডেভেনশায়ার প্লেসে ‘লন্ডন ক্লিনিক’ নামের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যেতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় এয়ার লাইনসের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। সেই উড়োজাহাজে করে তিনি লন্ডন যান।

বেগম জিয়ার সঙ্গে যাওয়া ছয় সদস্যের চিকিৎসক টিমের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। সেখানকার চিকিৎসকরা বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকদের সঙ্গে বসে খালেদা জিয়ার লিভার, কিডনি, হৃদযন্ত্রসহ বিভিন্ন রোগের হিস্ট্রি জেনেছেন এবং সেসব চিকিৎসা পদ্ধতি অনুসরণ করেছে তা সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে দুদকের দায়ের করা দুটি মিথ্যা মামলায় দন্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তাঁর অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। ঢাকায় এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয়েছে তাঁকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews