1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: কালীগঞ্জে ফজলুল হক মিলন শিবগঞ্জে বিএনপির আয়োজনে হাজার হাজার জনতার ঢল। চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশতলী ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলার অভিযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রস্তাবলী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেছারাবাদে আনন্দ মিছিল ও সমাবেশ নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বৃদ্ধের মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে আজ ৮০৯ কোটিতে

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার

ফারুক আহমেদ পৃথ্বীঃ আজ ২০২৫ সালের ১ জানুয়ারি, বিশ্বের জনসংখ্যা হবে ৮০৯ কোটি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থা ইউএস সেন্সাস ব্যুরো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বুধবার দেওয়া সেই বিবৃতিতে ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, বিদায়ী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের জনসংখ্যা বেড়েছে ৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার ৮৭ জন। সেই হিসাবে ২০২৫ সালের ১ জানুয়ারি বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৫১১ জনে। শতকরা হিসাবে ২০২৪ সালে বিশ্বের জনসংখ্যা বেড়েছে দশমিক ৮৯ শতাংশ।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বজুড়ে জন্মহার ছিল কম। ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে জন্মেছিল ৭ কোটি ৫০ লাখেরও বেশি শিশু।
বর্তমানে জন্মহার এবং মৃত্যুহারের যে চিত্র, তাতে ২০২৫ সালের প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্ম নেবে এবং ২ জনের মৃত্যু ঘটবে বলে ধারণা করছে ইউএস সেন্সাস ব্যুরো। বিবৃতিতে সে তথ্য উল্লেখও করা হয়েছে।
তবে এই গড় হিসাবে তারতম্যও হতে পারে। কারণ জনসংখ্যাবিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে, বছরের ১২ মাসের প্রতিটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহারের চিত্র বদলে যায়। এই ব্যাপারটিকে হিসাবে ধরা হলে প্রতি মাসের জন্ম ও মৃত্যুহারের রেকর্ড রাখা জরুরি। ইউএস সেন্সাস ব্যুরোর ধারণা, ২০২৫ সালের ১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বে প্রতি ৯ সেকেন্ডে একজন করে শিশু ভূমিষ্ঠ হবে এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে মৃত্যু ঘটবে একজন মানুষের।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ♦ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দীর্ঘদিন পর্যন্ত এই স্থানটি ছিল চীনের দখলে; কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬ জন মানুষ নিয়ে চীনকে হটিয়ে শীর্ষে আসে ভারত। সে সময় চীনের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯ জন। ২০২৫ সালেও জনসংখ্যার এই তালিকায় ভারত এবং চীন নিজ নিজ অবস্থান ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করছে মার্কিন জনজরিপ সংস্থা। সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews