আবু রাসেল সুমন: বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের সাম্প্রাদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও জনগনের ভোটের অধিকার নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে বরঝালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাটিরাঙা পৌর ৭নং ওয়ার্ড চাকমা,মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বীদের উদ্যােগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি জননেতা শাহজালাল কাজল।
সভায় আওয়ামী সরকারে দীর্ঘ ১৬ বছরের দু:শাসন ও লুটপাটের কথা তুলে ধরে শাহ জালাল কাজল বলেন, বিএনপি সম্প্রীতি উন্নয়নে বিশ্বাসি। তাই বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের সাম্প্রাদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও জনগনের ভোটের অধিকার নিশ্চিত করেছে। দীর্ঘ ১৬ বছরে মাটিরাঙ্গার কোথাও উন্নয়নের ছোয়া লাগেনি। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি বহু উন্নয়ন মুলক কাজ করেছে। রাস্তা ঘাট ,ব্রিজ কালপভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে। ২০০৬ পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় এলে বিএনপির আমলে চালু হওয়া কিছু প্রকল্প বন্ধ করে দেয়া হয়। দেশের উন্নয়ন, জনদুর্ভোগ লাগবে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভুইয়াকে সংসদে পাঠাতে সকল সম্প্রাদায়ের প্রতি আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে ধলিয়া খালের উপর মোহাম্মদপুর-বরঝালা ব্রিজ নির্মানের আশ্বাস দেন তিনি।
এতে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সস্পাদক ইব্রাহীম পাটোয়রী।
এসময় ৭নং পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি মো:দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা ও ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মঙ্গল কুমার চাকমা ছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,যুগ্ন সম্পাদক আশিষ দত্ত,পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম,মহিলা দলের সভা নেত্রী জয়শ্রী দে শিল্পী,ছাত্রদেলের আহ্বায়ক আব্দুর রহমান রানা ও স্থানীয় বিমল চাকমা বক্তব্য রাখেন।
এতে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সস্পাদক ইব্রাহীম পাটোয়রী।
এসময় পৌর বিএনপির সহযোগি অঙ্গসংগঠনের নেতা কর্মী ও ৭নং ওয়ার্ডে বসবাসরত চাকমা,মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বী গন উপস্থিত ছিলেন।
Leave a Reply