কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রধান ডাকঘরটি এখন অব্যবস্থাপনা ও অবহেলার চিত্ররূপে দাঁড়িয়ে আছে। একসময় যেখান থেকে নির্ভরতার সঙ্গে সরকারি সেবা পেতেন সাধারণ মানুষ, আজ সেটি পরিণত হয়েছে দুর্ভোগের কেন্দ্রস্থলে।
সাধারণ বৃষ্টি হলেই ডাকঘরের চারপাশে জমে থাকে পানি। কিন্তু টানা বৃষ্টিপাত হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়—সেই পানি ঢুকে পড়ে অফিস কক্ষেও। এতে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সেবা নিতে আসা গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা ভিজে অপেক্ষা করছেন, আবার অনেকে ফিরে যাচ্ছেন বিনা সেবায়।
স্থানীয় একজন গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ডাকঘরটা ছিল মানুষের ভরসার জায়গা। এখন তো নিজেই বাঁচার চেষ্টা করছে। একফোঁটা বৃষ্টি হলেই মনে হয় নৌকা নিয়ে আসা লাগবে।”
অনেকেই প্রশ্ন তুলছেন—এই অব্যবস্থাপনা ও অযত্নের মধ্যে আমাদের ঐতিহ্যবাহী ডাকঘর কতদিন টিকবে? যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অচিরেই এটি পরিণত হবে কালের গর্ভে হারিয়ে যাওয়া আরেকটি সরকারি প্রতিষ্ঠানে।
Leave a Reply