রফিকুল ইসলাম রফিক/কুড়িগ্রাম প্রতিনিধি: দেশের উত্তরাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
প্রয়াত মমিনুল ইসলাম মঞ্জু বর্তমানে ‘এখন টেলিভিশনের’ কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি একুশে টিভি, সিএসবি, সময় টিভি এবং দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন।
প্রায় পাঁচ দশক ধরে কুড়িগ্রামের সীমান্ত অঞ্চল, ছিটমহল সংকট, নদীভাঙন, বন্যা-খড়া ও কৃষিভিত্তিক নানা ইস্যুতে তিনি সাহসী ও আন্তরিক সাংবাদিকতা করেছেন। তার অনবদ্য প্রতিবেদনে উঠে এসেছে উপেক্ষিত জনগোষ্ঠীর জীবনের গল্প।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে ‘এখন টেলিভিশন’ পরিবার, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও সহকর্মীদের মাঝেও শোকের ছায়া বিরাজ করছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার বাদ আসর, কুড়িগ্রাম শহরের পশ্চিম মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে। জানাজা শেষে তাকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply