শাহজাহান আলী মনন/নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্রমিকলীগ নেতা আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি গ্রেপ্তার হয়েছেন। জেলা আদালতে জামিন নিতে আসলে বিচারকের আদেশে তাকে পুলিশ গ্রেপ্তার করে।তার জামিন মঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২০২৪ সালের শুরুতে ডিমলার কুটিরডাঙ্গা গ্রামের এক ব্যক্তি চেয়ারম্যান মনির বিরুদ্ধে চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি জিআর নম্বর ২৬/২৪ হিসেবে রেকর্ডভুক্ত হয়। এই মামলার হাজিরাকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুর মোহম্মদ আদালতে যুক্তি তুলে ধরেন। আদালত জামিন আবেদন খারিজ করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান মনি ছাত্রলীগের কিছু কর্মীকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের জমি দখল, চাঁদা আদায় এবং অর্থ আত্মসাৎ করে আসছিলেন। তিনি নীলফামারী-১ আসনের সাবেক এমপি আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে পরিচিত। সেই দাপটে নানা অপকর্ম করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এমপির ছেলে আশরাফুজ্জামান জুয়েল এবং কুখ্যাত আগুন খোয়া বাহিনীর প্রধান ফেরদৌস পারভেজের অন্যতম সহযোগী ছিলেন। একসাথে তারা ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের সিংহভাগ কাজ নিজেরা ভাগবাটোয়ারা করে নিতেন বলে অভিযোগ রয়েছে।
মনি ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে স্থানীয় স্কুল ও কলেজের নারী শিক্ষার্থীদের হয়রানি ও হেনস্তার অভিযোগও রয়েছে। তার বাহিনী এলাকাজুড়ে এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। এসব কারণে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে জামিন নিতে গিয়ে আটক হলেন।
মনির গ্রেফতারে ডিমলা ও আশপাশের এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, তারা তার বাহিনীর চাঁদাবাজি, হুমকি-ধামকি ও দখলদারিত্বে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এখন তারা আইনের শাসনে আশাবাদী হচ্ছেন।
Leave a Reply