আবদুর রউফঃ অবৈধ সুবিধা নিয়ে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম একজনের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে ৮ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল ও স্থগিতাদেশ দেন। দুদক ও আবেদনকারীর আইনজীবী আজ রোববার এ তথ্য জানিয়েছেন।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল মামলাটি করে দুদক। অপর দুজন হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে ওই মামলা করেন।
দুদকের আইনজীবীর তথ্য অনুসারে, ওই মামলার কার্যক্রম বাতিল চেয়ে খসরুজ্জামান (রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা) হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে ৮ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল ও স্থগিতাদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল্লাহ আল মামুন। আজ তিনি প্রথম আলোকে বলেন, টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে দুদক মামলাটি করে। শাহ খসরুজ্জামান হাইকোর্টে আবেদন করেন। রাজউকের কোনো কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়নি। আইনজীবীর মতামত কোনো সিদ্ধান্ত নয়, এমন সব যুক্তিতে আবেদনটি করা হয়। শুনানি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্ট রুল দিয়ে আবেদনকারীর (শাহ খসরুজ্জামান) ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান। আজ তিনি প্রথম আলোকে বলেন, রুল দিয়ে হাইকোর্ট শাহ খসরুজ্জামানের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করবে বলে শুনেছেন।
Leave a Reply