কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দের বাগ এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২৬ জুন বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দসহ নেতা-কর্মী ও সাধারণ জনগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ দেওয়ান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফি হাবিবুল্লাহ, খায়রুল আহসান মিন্টু, পৌর বিএনপির সাবেক মেয়র মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লাসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী, তাঁর অবদান ও স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর ঘোষণার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “জিয়া ছিলেন দেশপ্রেমিক, একজন সাহসী নেতৃত্বের প্রতীক। দেশের এই ক্রান্তিকালে তাঁর আদর্শ অনুসরণ করাই একমাত্র পথ।”
আলোচনা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি এলাকার সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
Leave a Reply