বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার শহরতলীর ১৫নং ওয়ার্ডের বড় কুমিড়া মাটেল পাড়ার জিআর মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মুরাদুন্নবি নিশানকে গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, উপশহর ফাঁড়ির এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান পলাতক আসামিকে গ্রেফতারে গেলে নিশান হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যই গুরুতর আহত হন। তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত মুরাদুন্নবি নিশানকে সোনাতলা গ্রেফতার করে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনায় অপরাধীকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply