1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাহসী তরুণ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন মোল্লার শুভ জন্মদিন চৌদ্দগ্রামে ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক উদ্বার চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ নাগেশ্বরীতে পৌর বিএনপি’র পরিচিতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে সাপ্তাহিব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন লালবাগে চলমান মামলার মধ্যেই জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ, কাঁচা মাংস খেয়ে আলোচনায় ইদু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে মুক্তির সোপানে ১৩টি বৃক্ষ রোপন চৌদ্দগ্রামে ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন:

সৈয়দপুরে শ্যামলী পরিবহনে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী দুই জন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪৫ বার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে আগত শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচের নিচে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা মোটর সাইকেলের আরোহী ছিলেন। বুধবার (১৮ জুন) সকাল ৭ টায় উপজেলার কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রীজ এলাকায় সৈয়দপুর-রংপুর মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। দ্রুত গতির বাসটি পিছন থেকে ধাক্কা দেয় বলে জানা গেছে।

নিহতদের একজন হলেন মোটর সাইকেল চালক মোহাম্মদ মাসুদ (২৮)। তিনি কামারপুকুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দলুয়া গ্রামের মোহাম্মদ বুদারু মামুদের ছেলে। অপরজন আরোহী নুর ইসলাম (৫৫)। তিনি একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তারা দুইজনই ইটভাটা শ্রমিক। মাসুদ নৈশ প্রহরী আর নুর ইসলাম ফায়ারম্যান। সকালে তারা ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় এই দূর্ঘটনায় পতিত হন।

জানা যায়, সৈয়দপুর থানার কামারপুকুর ইউনিয়নের আইয়ুব ফিলিং স্টেশন এবং রাজা ফিলিং স্টেশনের মাঝখানে রাস্তার উপরে ঢাকা থেকে আগত দিনাজপুরগামী শ্যামলী বাসটি পিছন থেকে ধাক্কা দেয়। এতে ডিসকভার মোটর সাইকেলটিসহ আরোহী দুইজন বাসের সামনের ডানপাশের চাকায় পিষ্ট হয়। এ অবস্থায় প্রায় আধা কিলোমিটার টেনে হিচড়ে এগিয়ে যায় বাসটি। ফলে চলন্ত বাস চাপায় দুইজন ঘটনাস্থলেই মারা যায়।

মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে বাসের চাকায় আটকে যাওয়ায় বাস কিছুদূর গিয়ে থেমে যায়। এ সময় শ্যামলী গাড়ির ড্রাইভার এবং হেল্পার পালিয়ে যায়। তাৎক্ষণিক এলাকার লোকজন উপস্থিত হয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং তারাগঞ্জ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। এরপর যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি ও দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল নিজেদের আয়ত্বে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। আর লাশ দুটি উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পোস্ট মর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং বাস মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পলাতক ড্রাইভার ও হেল্পারকে আটকে তৎপরতা অব্যাহত। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

(ছবি আছে)

শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -১৮/০৬/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews