কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাঝুখান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি, বসতঘর ভাঙচুর ও গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ বাতেন বাগমার (৭০) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ন্যায়বিচারের আশায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখে মোঃ আওলাদ হোসেন (৫৬), মোঃ সামাউন (৫০), মোঃ শাকাওয়াত (৫৫)—সকলেই মোঃ কুদ্দুস বাগমারের পুত্র এবং একই এলাকার বাসিন্দা—সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাতেন বাগমারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় বাতেন বাগমার, তার স্ত্রী হাওয়া বেগম এবং প্রতিবন্ধী পুত্র মোহাম্মদ কাউছার হোসেনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও অভিযুক্তরা বসতঘরের পাকঘর ভাঙচুর, ঘরের মালামাল লুটপাট এবং প্রায় বিশ হাজার টাকার ফলজ গাছপালা কর্তন করে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি। অভিযোগকারীর দাবি, ঘটনার পর পরই থানায় অভিযোগ দায়ের করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এরই জের ধরে গত ১০ জুন ২০২৫ তারিখে একই ধরণের হামলা পুনরায় সংঘটিত হয় এবং ওইদিন পুনরায় থানায় হাজির হয়ে নতুন করে আবার অভিযোগ দায়ের করেন।
এ অভিযুগের তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এএসআই জামিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।¡,,,
Leave a Reply