গ্রেপ্তারকৃতযুবক মালগ্রাম চাপড়পাড়া এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও দস্যুতাসহ অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে।
গত ৮ জুন রাত আনুমানিক ১০টায় জামিলনগর এলাকার রাকিব (২০) ও তার বন্ধু লিটন সাতমাথা থেকে একটি অটোরিকশায় করে মালগ্রাম চাপড়পাড়ায় রওনা হন। পথিমধ্যে শাহজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় রিকশা চালক তাদের নামিয়ে দিয়ে চলে যায়। তখনই এক যুবক হঠাৎ সামনে এসে বার্মিজ সুইচ গিয়ার চাকু দিয়ে ভয় দেখিয়ে রাকিবের কাছ থেকে একটি পুরাতন সিলভার রঙের Oppo স্মার্টফোন ছিনিয়ে নেয়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী রাকিব শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১, তারিখ ৯ জুন ২০২৫, ধারা ৩৯২ (দস্যুতা), পেনাল কোড ১৮৬০।
মামলাটির তদন্তে নামে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. ময়নুল ইসলাম। অভিযানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আকাশ সরকারকে ৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও বার্মিজ চাকুটি জব্দ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আকাশ ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলোর তথ্য যাচাই করে দেখা যায়, তিনি একাধিক মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ সরকার একটি সংঘবদ্ধ ছিনতাই ও দস্যুতা চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন একাধিক মামলার কার্যক্রম চলমান রয়েছে।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ জানান, “আকাশ সরকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply