আ: রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের প্রধান সড়কগুলো পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।
রবিবার (৮ জুন) বিকেল ৫টায় বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কাটাখালী হাই স্কুল মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
*চরম অবহেলার শিকার বড়বাইশদিয়া ইউনিয়ন*
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বড়বাইশদিয়া ইউনিয়নের সড়কগুলো আজও কাঁচা অবস্থায় পড়ে আছে। বিগত ১৫ বছরেও কোনো সরকার এখানকার রাস্তা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। বর্ষা মৌসুমে রাস্তাগুলো কাদামাখা খালে পরিণত হয়, ফলে ঘর থেকে বের হওয়াই দুরূহ হয়ে পড়ে।
*রোগী ও গর্ভবতী নারীদের সংকট*
রাস্তাগুলোর বেহাল অবস্থায় চিকিৎসা সেবা পেতে অসুস্থ রোগীদের যাতায়াতে চরম সমস্যা হয়। গর্ভবতী অনেক নারী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় বাড়িতে মৃত্যুর মুখে পড়ছেন বলেও জানান বক্তারা।
*শিক্ষার্থীদের দুর্ভোগ*
ইউনিয়নে ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যাল ও ৪ মাধ্যমিক বিদ্যালয়ে শত শত কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন কাদা পানির মধ্যে দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। অনেক সময় শিক্ষার্থীরা কাদায় পড়ে বইখাতা ভিজে যায়, ফলে তারা বিদ্যালয়ে যেতে না পেরে অনুপস্থিত থাকে। এতে লেখাপড়ার প্রতি আগ্রহ হারাচ্ছে অনেকেই।
বক্তারা অবিলম্বে বড়বাইশদিয়া ইউনিয়নের প্রধান সড়কগুলো পাকাকরনের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
##
আ: রহিম গাজী
রাঙ্গাবালী ( পটুয়াখালী ) সংবাদদাতা :
মোবাইল ০১৬০৯৬৯৫৪৩৭
Leave a Reply