ভোর হয় দোর খোলে
কৃষাণীর ঘরে কাজ বাড়ে
শান্ত শহরে ব্যস্ততা বাড়ে
বেলাগড়লে চিন্তার ঝুরি বাড়ে।।
মেঘ দৌড়াই আকাশে বুকে
জল দৌড়াই নদীর স্রোতে
নাই স্থির, নাই সমাপ্তির সমাধান
যতক্ষন আছে প্রাণীর প্রাণ!!
এই দেশ হতে ঐ দেশ চলি মোরা
সুখের টানে বেড়াই ঘুরে প্যারিস শহরে
প্যারিসে পাইনি সর্গ পাইনি সুখ
কোথায় পাবো কোথায় মিলবে
আত্মরমুক্ত! বুঝলাম শেষে-
ঘুমের মাঝে পাই গো সর্গ
ঘুমের মাঝেই চিন্তাদূর ক্লান্তি সুখ
ঘুমের মাঝে বয়ে আনে
প্রাণীকূলের সুখ আর সুখ!.
✒️কবি এম,আর মাহবুবা সুলতানা
বগুড়া জজ কোট, বগুড়া
Leave a Reply