রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক।।ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে জার্মান বুন্দেসলীগা ও ফ্রেন্চ লিগ ওয়ানের সব ম্যাচ ইতিমধ্যে শেষ হওয়ায় চলতি মৌসুমের পর্দা নেমে গেছে।আর সঙ্গত কারণেই এই দুই লিগের সকল খুঁটিনাটি ফুটবল ভক্তরা জেনে গেছেন।আজ ২৫ মে অবশিষ্ট তিন শীর্ষ লিগের শেষ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পর্দা নামবে ইউরোপের ক্লাব ফুটবলের জনপ্রিয় ও শীর্ষ পাঁচ লিগের। সেই সাথে মিলবে সকল হিসাব নিকাশের ফলাফল।
এখানেই বুঝি ইউরোপের ক্লাব ফুটবলের সৌন্দর্য লুকিয়ে।শিরোপার ফায়সালা হয়ে যাওয়ার পরেও এতটুকু কমেনি জল্পনা-কল্পনা আর উত্তেজনা।
মূলতঃ এই শীর্ষ পাঁচ লিগ শেষে পয়েন্ট টেবিলের চিত্র ঠিক করে দেয় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে
কোন কোন দল।আর কারাই বা খেলবে ইউরোপা আর কারা কনফারেন্স লিগে?ইউরোপের গন্ডি পেড়িয়ে পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন ক্লাবের সমর্থকরা।ফুটবল ভালোবাসেন এমন ব্যক্তি মাত্রেই ইপিএলে কোন একটা দলের সমর্থক, লা লিগায় কোন এক দলকে পছন্দ করেন আবার সিরি আ কিংবা বুন্দেসলীগাতেও পছন্দের একটা দল থাকে।তাই টেনশনের বিস্তৃতিটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে অবচেতনেই।আমাদের দেশেও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী আজ চোখ রাখতে না পারলেও ফলাফল জানতে উদগ্রীব হয়ে থাকবেন।বিশেষ করে ইপিএলেই নজরটা বেশি থাকবে।তাই চলুন দেখে নিই ইপিএলে
কি কি হিসাব মিলতে চলেছে আজ?সাথে অন্যান্য তথ্যও থাকবে প্রিয় পাঠক আপনার জন্য।
⚽ ইপিএল:-
আজ ইংলিশ প্রিমিয়ার লিগের আটত্রিশতম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে সবগুলো দল।অসাধারণ ধারাবাহিকতায় লিভারপুল ৩৫ তম রাউন্ডেই শিরোপা নিশ্চিত করে ফেলায় টেবিলের পরের চারটি জায়গার জন্য মারিয়া লড়াইয়ে নামে আর্সেনাল,ম্যানসিটি,নিউক্যাসেল,চেলসি,আ্যাষ্টন ভিলা,নটিংহ্যাম ফরেষ্ট,ব্রাইটন ও ব্রেন্টফোর্ড।
উয়েফার নিয়ম অনুযায়ী শীর্ষ চার দল সুযোগ পায় পরবর্তী চ্যাম্পিয়ন্সলিগে।কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী ইপিএল ও লা লিগার শীর্ষ পাঁচ দলের জন্য চ্যাম্পিয়ন্সলিগে খেলার সুযোগ দেওয়া হয়।
ইতিমধ্যে শেষ হওয়া ৩৭ রাউন্ড শেষে লিভারপুল তো বটে,গানারদেরও চ্যাম্পিয়ন্সলিগ নিশ্চিত হয়।
৩৭ রাউন্ড শেষে ৮৩ পয়েন্ট নিয়ে অলরেডরা একে,৭১ পয়েন্ট নিয়ে গানাররা দুই,৬৮ পয়েন্ট নিয়ে সিটি তিন,সমান ৬৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে চারে নিউক্যাসেল,পাঁচে চেলসি,আ্যাস্টন ভিলা ছয়ে আর সাতে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৬৫।তো বুঝতেই পারছেন তিনটি জায়গার জন্য আজ নিজেদের সর্বস্ব নিংড়ে দেওয়ার প্রত্যয়ে মাঠে নামবে ম্যানসিটি,নিউক্যাসেল,চেলসি, আ্যাস্টনভিলা ও নটিংহ্যাম।
বাংলাদেশ সময় রাত নয়টায় টেবিলের দশে থাকা ফুলহ্যামের মাঠে তাঁদের মুখোমুখি হবে সিটি, একই সময়ে ম্যানইউর মাঠে তাঁদের মুখোমুখি হবে আ্যাস্টনভিলা,নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে খেলবে নিউক্যাসেল আর নটিংহ্যাম ফরেস্টের মাঠে কঠিন লড়াইয়ে নামবে চেলসি। রাত নয়টায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ।তবে সকলের চোখ থাকবে উল্লেখিত ম্যাচগুলোর দিকেই।
⚽ মৌসুমের বিষ্ময়:-
ইপিএলের চলমান আসরের রীতিমতো বিষ্ময় হয়ে আবির্ভূত হয়েছে ইউরোপেরই শুধু নয়,বরং বিশ্ব ক্লাব ফুটবলের দুই সমিহ জাগানিয়া দল ম্যানচেষ্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার।আপনি বিশ্বাস করুন আর নাই করুন ৩৭ রাউন্ড শেষে টেবিলের ১৬ ও ১৭ নম্বরে অবস্থান করছে রেড ডেভিল ও স্পাররা।১৮,১৯ ও ২০ নম্বর দল অবনমিত হয়ে থাকে।ভাবা যায়?
⚽ টপ স্কোরার:-
অলরেডদের এই মৌসুমে এক প্রকার স্বচ্ছন্দে শিরোপা জয়ের নেপথ্যে অসামান্য ভূমিকা রেখেছেন মোহামেদ সালাহ।গত কয়েক মৌসুম ধরেই প্রিমিয়ার লিগের শীর্ষ তিনের একজন হিসেবে নিজের নাম রাখতে বাধ্য করেছেন বোদ্ধাদের এই মিসরীয় রিক্রুট।কিন্তু সবকিছু ছাপিয়ে গেলেন এবারের মৌসুমে।লিগে সালাহ ইতিমধ্যে গোল করেছেন ২৮ টি।আর সর্বোচ্চ গোলদাতা হিসেবে জ্বলজ্বল করছেন।এটা বলে দেওয়াই যায়,লিগ শেষেও টপ স্কোরার হিসেবে মো সালাহর নামই থাকবে।তালিকার দুইয়ে থাকা আলেকজান্ডার ইসকের গোল ২৩টি।আপনি জেনে অবাক হবেন,নিজে ২৮ গোল করেই থেমে থাকেননি তিনি,১৮ টি এসিষ্টও করেছেন।আর পরিসংখ্যান বলছে,তাঁর চেয়ে বেশি এসিষ্ট এই মৌসুমে অন্য কেউ করতে পারেনি।
⚽ অবনমিত তিন:-
টেবিলের শেষ তিন দলকে প্রিমিয়ার লিগ থেকে সরে যেতে হয়।এবারের মৌসুমে সেই তিনের একটি হলো লেস্টার সিটি।গত মৌসুমেও দাপুটে পারফর্ম করা লেস্টারকে এবার কি-না অবনমিত হতে হলো!অন্য দুই দল হলো,ইপসউইচ টাউন ও সাউদাম্পটন।
**পাঁচ শিরোপা জয়ী:-
⚽ ইংলিশ প্রিমিয়ার লিগ:- লিভারপুল।
⚽ লা লিগা :- বার্সেলোনা।
⚽ সিরি আ :- নাপোলি।
⚽ বুন্দেসলীগা :- বায়ার্ন মিউনিখ।
⚽ ফ্রেন্চ লিগ ওয়ান:- পিএসজি।
Leave a Reply