সংবাদদাতা/মোনায়েম ফরাজী মুন্নাঃ গায়ক মাইনুল আহসান নোবেলকে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ইডেন কলেজের এক ছাত্রীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ২টার দিকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। ২০২৪ সালের ১২ নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার পর “স্টুডিও দেখানোর” কথা বলে নোবেল তাকে ডেমরার একটি বাসায় নিয়ে যান এবং সেখানেই তাকে দীর্ঘ সময় আটকে রাখেন।
এ সময়ে মেয়েটিকে মারধর, ধর্ষণ এবং সেই ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হতো। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডে নোবেলের আরও ২-৩ জন সহযোগী জড়িত ছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নিচ্ছেন। ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবার তাকে শনাক্ত করেন এবং এরপর ৯৯৯-এ ফোন দেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারের আগ মুহূর্তে নোবেল দেশত্যাগের পরিকল্পনা করছিলেন এবং এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে আটক করা হয়।
Leave a Reply