1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিঃরব বিষন্নতা ভুয়া হোমিও চিকিৎসক মোঃ বেলাল হক নাকের পলিপাস বিশেষজ্ঞ পরিচয় প্রতারণা করে আসছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে… জনপ্রিয়তা দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে কামরুল হুদা! কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে… জনপ্রিয়তা দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে কামরুল হুদা! রাজশাহীর জন নিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ আদালতে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ৬ মাসের শিশুর গলায় লিচুর বিচি আটকে মর্মান্তিক মৃত্যু সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা লামায় চার দশকেও অসমাপ্ত গজালিয়া-ডিসিরোড হয়ে -আজিজনগর সড়ক বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা ডুমুরিয়ার গরু রাজা মানিক কে গোয়াল ঘর ভেঙে বের করতে হবে

রাঙ্গাবালীর সরকারি হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ ‘ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দুই লক্ষ মানুষ

  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৫ বার

আ: রহিম গাজী/রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা : রাঙ্গাবালী উপজেলার তিন দিকে নদী এক দিকে দক্ষিণ বঙ্গোপসাগর মাঝখানে দুই লাখ মানুষের জীবন। সেই জীবনের জন্য সবচেয়ে দরকার একটি মৌলিক অধিকার চিকিৎসা, কিন্তু তা আজও নেই এই দ্বীপে। নেই কোনো সরকারি হাসপাতাল। নেই একজন সরকারি এমবিবিএস ডাক্তারও। স্বাস্থ্য সবার জন্য এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটি একটি মৌলিক অধিকার। কিন্তু বাংলাদেশের দক্ষিণে একটি দ্বীপ রাঙ্গাবালী, আর এই উপজেলার মানুষ এখনো চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে।

যেখানে অ্যাম্বুলেন্সতো দূরের কথা, এখন ও জুটেনি এই এলাকার মানুষের জন‍্য একটি সরকারি হাসপাতাল ও এমবিবিএস ডাক্তার। আধুনিক যুগেও আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপকূলীয় নদী ও সাগরবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর প্রায় দুই লাখ মানুষ।

কৃষি ও মৎসের ওপর নির্ভরশীল এ জনপদের মানুষের, চিকিৎসা সেবা পেতে হলে পাড়ি দিতে হয় ভয়াল আগুনমুখা নদী। একজন ডাক্তারের মুখ দেখার লড়াই কখনো কখনো হয়ে ওঠে জীবন-মৃত্যুর প্রশ্ন। জটিল রোগতো দূরের কথা, গর্ভবতী নারীদের সিজার করার মতো ব্যবস্থাও নেই। গর্ভবতী নারী, নবজাতক বা মুমূর্ষু রোগীসহ সবাইকে যেতে হয় নদী পাড়ি দিয়ে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা অথবা কলাপাড়া, সরকারি হাসপাতাল , জটিল রোগী হলে যেতে হয়, জেলা সদর পটুয়াখালী কিংবা বিভাগীয় শহর বরিশাল সরকারি হাসপাতাল । কিন্তু নৌ যোগাযোগ সারাদিন থাকলেও সন্ধ্যার পর তাও বন্ধ। আর বৈরী আবহাওয়ার সময় যা দিনেও বন্ধ।
আর যদি হয় বর্ষার মৌসুম তাহলে লঞ্চ স্টেশন আসা তো দূরের কথা ঘর থেকে বের হতে দৃর্ভোগের শেষ থাকে না।
তখন প্রকৃতি আর গ্রাম্য ডাক্তার ও হেকিম-কবিরাজই শেষ ভরসা এই এলাকার মানুষের।

২০১২ সালে রাঙ্গাবালী উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করলেও এখনো নেই একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। ২০২৩ সালে ৫০ শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হলে মানুষ আশায় বুক বাধঁলেও পাঁচ একর জমির ওপর সেই কাজও এখন থেমে আছে। ৫০ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পর ২০২৪ সালের মাঝামাঝি কাজ বন্ধ হয়ে যায়। এখন সেই হাসপাতাল ভবন যেন এক বোবা প্রতীকী স্মারক।

এ বিষয়ে সরেজমিনে গিয়ে কথা হয় অনেকের সাথে। তাদের দাবি দ্রুত সময়ে যেন এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করে কার্যক্রম শুরু করা হয়। ঢাকা,বরিশাল ও জেলা সদরের ন্যায় এই দ্বীপেও যেন স্বাস্থ্যসেবা পৌঁছায় এমনটাই চাওয়া উপজেলাবাসীর।

বড়বাইশদিয়া কাটাখালী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মো: তারেক সাহরিয়া বলেন, এখানকার মানুষের স্বাস্থসেবা নিশ্চিতের জন্য হাসপাতালের নির্মানকাজ দ্রুত সময়ে শেষ করা দরকার। তা না হলে এই এলাকার মানুষের কষ্টের সীমা থাকবে না। বর্ষার মৌসুমে এলে রোগীদের আর ও কষ্ট বেরে যায়। রাস্তা ঘাট খারাপ হওয়ায় রোগী কে কোথায় যাবার পরিস্থিতি থাকে না। পাশ্বের উপজেলা হাসপাতালে যেতে হলে খরচ হয় বেশি এবং সকালে রোগী নিয়ে বের হলে বিকেলে পৌছান কষ্ট হয়ে যায়।
আমি একজন শিক্ষক হয়ে যথাযথ কর্তৃপক্ষ কে অনুরোধ করব রাঙ্গাবালী উপজেলার হাসপাতালের কাজ টি দ্রুত যেন শেষ করা হয়।

বড়বাইশদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হোসেন আহমেদ বলেন, এ জনপদের মানুষ আধুনিক চিকিৎস সেবা বঞ্চিত। স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে জ্বর,সর্দি,কাশিসহ প্রাথমিক চিকিৎসা ছাড়া আধুনিক চিকিৎসা সেবা মেলে না। অনেক গর্ভবতী মায়েরা সিজারের উদ্দেশ্যে যাওয়ার সময় পথেই মৃত্যুর মুখে ঢলে পড়ে। সাপে কামড়ানো রোগীর জন্য এন্টিভেনম না থাকায় অনেক সময় রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যায়। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মানকাজ শেষ করে কার্যক্রম শুরু করা দরকার।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবাল হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রকল্পের কাজ টি বাজেট সংকটের কারনে আপাতত বন্ধ আছে। বাজেট হলে কাজ টি শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews