বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আগারঁগাও এমআরএ এর নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ১৭ মে এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বাংলাদেশের এককালের অগোছালো ও অনানুষ্ঠানিক ক্ষুদ্রঋণ কার্যক্রম যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায় সৃষ্ট ক্ষুদ্রঋণ রেগুলেটরি অথরিটি এর অবদানে বর্তমানে প্রায় এক হাজার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্মরত রয়েছে। এর মধ্যে দেশে ৭১৪টি প্রতিষ্ঠান আনুষ্ঠানিক তথা নীতি ও পদ্ধতিগত ভাবে পরিচালিত হয়ে আসছে। এ সকল প্রতিষ্ঠানগুলোর সদস্য সংখ্যা প্রায় চার কোটি ও ঋণগ্রহীতার সংখ্যা তিন কোটির অধিক। বর্তমান এমএফআই-গুলোর উদ্বৃত্ত রিজার্ভ তহবিলের পরিমাণ ছেষট্টি হাজার কোটি টাকার বেশি। এ সকল সদস্যদের সঞ্চয় প্রায় সমপরিমাণ। ফরমাল ব্যাংক তুল্য বকেয়া, অর্থ খোয়া যাওয়া, অর্থ বর্ডারের বাহিরে যাওয়া, এই কারবারগুলো এমএফআই এর নিকট বিষ্ময় ও অসম্ভব। এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ক্ষুদ্রঋণ কর্তৃপক্ষের। ক্ষুদ্রঋণের সদস্যদের সঞ্চয় ও রিজার্ভ তহবিল দেশের বিভিন্ন ব্যাংকে জমা রেখে যে প্রফিট পাওয়া যায়, ঐ একই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে ৩-৫% বেশি সুদে অর্থায়ন নিতে হয়। ফলে ব্যাংকগুলো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নিকট থেকে অর্থাৎ দরিদ্র কমিউনিটি থেকে প্রাপ্ত টাকা দ্বারা অভিজাত ব্যবসা করছে, যেখানে মুনাফা অপেক্ষা যা বেশি ভাবা হয় তা হচ্ছে মুনাফাখোরী। শুধু তাই নয়, লুটতরাজও কম নাই।
ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠা হলে MFI-গণের তহবিল সংস্থান হবে, অতিদরিদ্রদেরকে প্রশিক্ষণ দিয়ে সহজ শর্তে অতি নগণ্য সুদে ঋণ দেওয়া যাবে। ক্ষুদ্রঋণ ব্যাংকও সামাজিক বাণিজ্য, যার মালিক কোনো বিত্তবান ব্যক্তি হবে না। গ্রামীণ ব্যাংক তুল্য সদস্যগণই হবে এর মালিক। ঢাকার ১৭মে আগারগাঁওস্থ এমআরএ এর নিজস্ব ভবন উদ্বোধন অন্তে ক্ষুদ্রঋণ ও তিন শূন্য এর আন্তর্জাতিক প্রবক্তা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১ম সারির এনজিওদের সাথে উক্ত বক্তব্যে অনেক স্মৃতিচারণ করেন। এ সভায় উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সহ বেশ কিছু এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, নানা এনজিও কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply