সংবাদদাতদা: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল ১০টা থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে আন্দোলন শুরু করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—হল সংস্কার, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, নিরাপদ ও মানসম্পন্ন শ্রেণিকক্ষ নিশ্চিত করা, পাঠদানের পরিবেশ উন্নয়ন, আধুনিক লাইব্রেরি স্থাপন, পর্যাপ্ত ক্যাম্পাস জায়গার সংস্থান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিক্ষোভকারীরা বলেন, “আমাদের কলেজের বয়স প্রায় দেড়শ বছর হলেও এখানকার অবকাঠামো আজও জরাজীর্ণ। শ্রেণিকক্ষগুলো বসবাস অনুপযোগী, ছাদের পলেস্তারা খসে পড়ে, বিদ্যুৎ ও পানির সংকট প্রায় প্রতিদিনের ঘটনা। শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না। ফলে মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে।”
শিক্ষার্থীরা আরও বলেন, “শুধু দাবি জানিয়ে বসে থাকলে কিছু হবে না। তাই আমরা রাস্তায় নেমেছি। আমাদের এসব যৌক্তিক দাবি আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়নের আশ্বাস না পেলে, আমরা পুরান ঢাকা পুরোপুরি অচল করে দেবো।”
বিক্ষোভ চলাকালে বাহাদুর শাহ পার্কসংলগ্ন সূত্রাপুর থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
নজরুল কলেজের একজন শিক্ষার্থী বলেন, “আমরা আন্দোলন করতে আসিনি, আমাদের সমস্যা সমাধানের জন্য এসেছি। আমরা চাই সরকার আমাদের দাবিগুলো আমলে নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
উল্লেখ্য, পুরান ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজ দীর্ঘদিন ধরেই নানাবিধ সমস্যার মুখোমুখি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, তারা যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান না পায়, তাহলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।
Leave a Reply