1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা মধ্যনগরে পিপঁড়াকান্দা নামক স্থানে নৌকাডুবিতে এক নারী যাত্রী নিহত ডুমুরিয়ার‌ খর্নিয়া ডোমরার বিলে কচুরিপানায় বন্ধ খরস্রোতা খাল, পানির সংকটে লক লক্ষ মানুষ সিরাজগঞ্জ -৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদার আর নেই চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর মিশুক চালক সৈকত হত্যার রহস্য উদঘাটন কেশবপুরের নদী খনন কাজ পরিদর্শন করলেন বিএনপি নেতা আজাদ কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর ইন্তেকাল ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের মোটরসাইকেল শোডাউন

শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম — দাবি না মানলে পুরান ঢাকা অচল করার হুমকি

  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৭ বার

সংবাদদাতদা: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল ১০টা থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে আন্দোলন শুরু করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—হল সংস্কার, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, নিরাপদ ও মানসম্পন্ন শ্রেণিকক্ষ নিশ্চিত করা, পাঠদানের পরিবেশ উন্নয়ন, আধুনিক লাইব্রেরি স্থাপন, পর্যাপ্ত ক্যাম্পাস জায়গার সংস্থান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বিক্ষোভকারীরা বলেন, “আমাদের কলেজের বয়স প্রায় দেড়শ বছর হলেও এখানকার অবকাঠামো আজও জরাজীর্ণ। শ্রেণিকক্ষগুলো বসবাস অনুপযোগী, ছাদের পলেস্তারা খসে পড়ে, বিদ্যুৎ ও পানির সংকট প্রায় প্রতিদিনের ঘটনা। শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না। ফলে মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে।”

শিক্ষার্থীরা আরও বলেন, “শুধু দাবি জানিয়ে বসে থাকলে কিছু হবে না। তাই আমরা রাস্তায় নেমেছি। আমাদের এসব যৌক্তিক দাবি আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়নের আশ্বাস না পেলে, আমরা পুরান ঢাকা পুরোপুরি অচল করে দেবো।”

বিক্ষোভ চলাকালে বাহাদুর শাহ পার্কসংলগ্ন সূত্রাপুর থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

নজরুল কলেজের একজন শিক্ষার্থী বলেন, “আমরা আন্দোলন করতে আসিনি, আমাদের সমস্যা সমাধানের জন্য এসেছি। আমরা চাই সরকার আমাদের দাবিগুলো আমলে নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, পুরান ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজ দীর্ঘদিন ধরেই নানাবিধ সমস্যার মুখোমুখি। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, তারা যদি দ্রুত সময়ের মধ্যে সমাধান না পায়, তাহলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews