কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিল শিক্ষার্থী মোঃ রিফাত (১৩) এর প্রাণ। মোঃ রিফাত কালিগঞ্জ পৌরসভার ঘোনপাড়া এলাকার মোঃরিপন মিয়ার তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। সে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ২৭ এপ্রি ল রবিবার রাত ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায় বিগত তিন মাস পূর্বে মোঃ রিফাতের ব্লাড ক্যান্সার আছে বলে জানতে পারে তার পরিবার। তারপর থেকে হত দরিদ্র পরিবার ধার করে মানুষের কাছে সহযোগিতা নিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলো।
তার পিতা কান্না জড়িত কন্ঠে বলেন আমার ছেলেটি ছিল নম্র স্বভাবের। তাই এলাকার লোক তাকে খুব পছন্দ করত এবং এলাকার সকলেই তার সুস্থতার জন্য চিকিৎসা খরচ করার অর্থ সহযোগিতা করেছেন। তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ও আর্থিক সহযোগিতা করেছে।
বালিগাও উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুল হক বলেন ছেলেটি ছিল অত্যন্ত নম্র ভদ্র ও মেধাবী।
Leave a Reply