সংবাদদাতা: ২৬ এপ্রিল শনিবার দুপুর আনুমানিক দেড় ঘটিকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিহতের পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম দিনেশ চন্দ্র সরকার (৭৫)।নিহত ব্যক্তি মৌলভীবাজার পৌরসভার বরহাট গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কর্মী আকতার মিয়া দৈনিক বাংলার রূপকে বলেন, বেলা দেড়টার দিকে আমরা খবর পেলাম, ভানুগাছ রোড রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একজন অজ্ঞাত পথচারী গুরুতর আহত হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই পথচারীকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply