কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে তুমিলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তুমলিয়া প্রিমিয়ার লিগ সিজন ৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার তুমলিয়া এলাকার কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সৌদি প্রবাসী একাদশ বনাম স্বপ্নপূরণ ক্রিকেট একাদশ। এতে স্বপ্নপূরণ ক্রিকেট একাদশ ১৬ রানে সৌদি প্রবাসী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কালীগঞ্জ পৌর বিএনপি’র সহ যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক মোল্লার সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, কালিগঞ্জ পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ লাল মিয়া, পৌর বিএনপি’র ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ কাজল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাযহারুল ইসলাম বিপ্লব প্রমুখ।
পরে বিজয়ী দল প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। বিজয়ী দলের ফাহিম ৫২ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরা হিসেবে নির্বাচিত হয়ে পুরষ্কৃত হন। এদিকে আয়োজক কমিটির সদস্য বুলবুল দেওয়ান বলেন, আমরা চেষ্টা করবো প্রতিবছর এমন উৎসব মুখর পরিবেশের আবহ তৈরী করে দারুণ সব খেলা আয়োজনের। এতে করে হয়তো আমাদের এ অঞ্চলের যুবকরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উন্নতি সাধন করতে পারবে।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র লুৎফুর রহমান বলেন, খেলা মানুষের শরীর ও মন দুইই ভালো রাখে। তাই তরুণ সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। কিছু দিন পরপর এমন উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকের খেলা অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ছিল। দুই দলই ভালো খেলেছে। ভবিষ্যতেও এমন খেলা তারা উপহার দিবে এবং এখান থেকে ভালো মানের কিছু খেলোয়াড় হয়তো আগামী দিনে আমাদের দেশের জন্য হয়েও খেলবে।
Leave a Reply